ভারতে ঘূর্ণিঝড় নিসর্গে ২ জনের মৃত্যু, আহত ১৪

ভারতের ছত্তিশগড়ে ঘূর্ণিঝড় নিসর্গে দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
ছবি: এনডিটিভি

ভারতের ছত্তিশগড়ে ঘূর্ণিঝড় নিসর্গে দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।

দেশটির আবহাওয়া বিভাগের বরাতে এনডিটিভি জানায়, এটি পূর্বাভাসের তুলনায় কিছুটা দক্ষিণ দিক ঘুরে এসেছে।

ঘূর্ণিঝড়টি মুম্বাইয়ের প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পশ্চিম উপকূল থেকে ভারতে প্রবেশ করে। সেসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।

আলিবাগের কাছে ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান কিশোর নিমবালকার জানান, রায়গড়ের বৈদ্যুতিক খুঁটি ও গাছচাপায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স ৫৮ ও অন্যজনের বয়স ১০ বছর। এছাড়াও রত্মগিরি ও সিন্ধুদূর্গ উপকূলের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত মুম্বাইয়ে কোনো মৃত্যু বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর মুখপাত্র কৃষ্ণ কুমার বলেন, ‘আমরা মুম্বাইয়ের ঝুঁকিতে থাকা প্রায় ১০ হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছি। মানুষের সহযোগিতায় ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘প্রকৃতির ক্রোধকে কেউ বাধা দিতে পারে না, তবে মহারাষ্ট্র সংকটের মুখে একতা দেখিয়েছে। এ জন্যই শক্তিশালী ঘূর্ণিঝড় এড়ানো গেছে। একতাই আমাদের রাষ্ট্রকে সমস্ত সঙ্কট থেকে মুক্ত করতে সহায়তা করবে।’

করোনাভাইরাস মহামারির মধ্যে গত ২০ মে ভারতের পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্পান। শতাধিক মানুষ এতে নিহত হয় বলে জানা গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পশ্চিমবঙ্গ।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago