কক্সবাজারে করোনা পরীক্ষায় হচ্ছে তৃতীয় ল্যাব
কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনার নমুনা পরীক্ষার জন্য আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে এই ল্যাব স্থাপন করা হবে।
ল্যাব স্থাপনের জন্য ইতোমধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও ত্রাণ কার্যক্রমে কক্সবাজার জেলার সমন্বয়কারী হেলালুদ্দীনকে অনুরোধ করলে, তিনি কক্সবাজারের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ডুলাহাজারার মালুমঘাট খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে ৫০ লাখ টাকা অনুদান দেবো। আরও অর্থের প্রয়োজন হলে জেলা প্রশাসকের সহযোগিতা নেওয়া হবে।’
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় একটি পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) ল্যাব স্থাপনে প্রায় এক কোটি ১৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ল্যাবটি স্থাপন করা হলে এটি হবে কক্সবাজার জেলার তৃতীয় ল্যাব।
Comments