রোনালদো-দিবালাদের ম্যাচ দিয়ে ফিরছে ইতালিয়ান ফুটবল
স্থগিত হয়ে থাকা কোপা ইতালিয়ার সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ জুন সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। এই ম্যাচ দিয়েই প্রায় তিন মাস পর ইতালিতে ফিরছে ফুটবল।
বৃহস্পতিবার দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা কোপা ইতালিয়ার দুটি সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ নিশ্চিত করেছেন, জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম।
আরেক সেমির দ্বিতীয় লেগে নাপোলি নিজেদের মাঠে মোকাবিলা করবে ইন্টার মিলানকে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৩ জুন। এরপর ১৭ জুন রোমে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।
সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৩ ও ১৪ জুন মাঠে গড়ানোর কথা ছিল। তবে সিরি আ কর্তৃপক্ষের অনুরোধে ম্যাচগুলোর সূচি এক দিন করে এগিয়ে এনেছে ইতালি সরকার। ফাইনালের আগে ফুটবলাররা যেন পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পান সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিরি আর সূচি প্রকাশিত, রোনালদোরা মাঠে নামছেন ২৩ জুন
গেল ফেব্রুয়ারিতে সেমিফাইনালের প্রথম লেগে মিলানকে তাদের মাঠেই রুখে দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো-পাওলো দিবালারা। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। অন্যদিকে, ইন্টারের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়েছিল নাপোলি।
উল্লেখ্য, কোপা ইতালিয়া শেষে আগামী ২০ জুন থেকে ফের চালু হচ্ছে ইতালিয়ান সিরি আ। গেল সোমবার লিগ কর্তৃপক্ষ শেষ তিন রাউন্ড ছাড়া বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে। তারা নিশ্চিত করেছে যে, চলতি ২০১৯-২০ মৌসুম শেষ হবে আগামী ২ অগাস্ট।
Comments