আইনমন্ত্রীর করোনায় আক্রান্তের গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন— এমন গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকা থেকে সাজ্জাদ হোসেন বাবর নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী।
গ্রেপ্তার হওয়া যুবক চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী ডেইলি স্টারকে বলেন, ‘সাজ্জাদ হোসেন বাবর নামের ওই যুবক গতকাল বুধবার রাত ৯টা ২৯ মিনিটে তার ফেসবুক আইডি থেকে “আইনমন্ত্রী আনিসুল হক করোনা আক্রান্ত” বলে পোস্ট করেন। তার পোস্ট দেখে অনেকেই কমেন্ট করে সংবাদটি গুজব বলে উল্লেখ করেন।’
যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, ‘আখাউড়া থানার রিক্যুইজিশন অনুযায়ী আমরা তাকে দোহাজারী এলাকা থেকে আটক করেছি। আগামীকাল আদালতে তোলা হলে সেখান থেকেই তাকে আখাউড়ায় নিয়ে যাওয়া হবে।’
Comments