গতি বাড়াতে রাগবি স্টাড পরে অনুশীলন করছেন রোনালদো
বয়স ৩৫ ছাড়িয়েছে। তবে এখনও ক্ষুধাটা কমেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। নিজেকে নতুন উচ্চতায় তুলতে অনুশীলনে বরাবরই বেশ পরিশ্রম করে থাকেন জুভেন্টাসের এ পর্তুগিজ তারকা। এবার গতি বাড়াতে ভিন্ন পন্থা অবলম্বন করছেন তিনি। রাগবি স্টাড ব্যবহার করছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তস।
আগামী ২০ জুন পুনরায় শুরু হচ্ছে স্থগিত থাকা ইতালিয়ান শীর্ষ লিগ সিরি আ। এর আগে ১২ জুন কোপা ইতালিয়া সেমিফাইনালের দ্বিতীয় লিগে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইতালিয়ান ফুটবল। ইতালিতে আসার পর এ শিরোপার স্বাদ এখনও পাওয়া হয়নি রোনালদোর। মাঠে নামার আগে ভিন্ন কিছু করে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন তিনি।
সংবাদ অনুযায়ী, নিজের বুটে বিশেষ ধরণের স্টাড ব্যবহার করছেন রোনালদো, যা আরও বেশি গতিতে দৌড়ানোর জন্য ব্যবহার করে থাকেন রাগবি খেলোয়াড়রা। ধাতুর তৈরি স্টাডের চেয়ে রাবারের তৈরি এ স্টাড বেশি কার্যকরী বলে বিশ্বাস করা হয়। যা অনেক বেশি নমনীয় এবং গতির বাড়ানোর কাজ করে। এ ধরণের স্টাড পরে লিগা ওয়ানে খেলতেন অ্যান্ডি ডেলোর্ট। কিলিয়ান এমবাপে, ভিক্টর ওসিমানদের চেয়েও বেশি রেকর্ড ঘণ্টায় ৩৬.৮ কিলোমিটার গতিতে মাঠে দৌড়েছেন তিনি।
অবশ্য বিশেষ ধরণের এ স্টাড ব্যবহার করার অনুপ্রেরণা রোনালদো পেয়েছেন তার বন্ধু ফ্রান্সিস ওবিকয়েলুর কাছ থেকে। বর্তমানে ইউরোপে ১০০ মিটার দৌড়ে রেকর্ডধারী ওবিকয়েলু। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি এ স্টাড পরে মিলানের বিপক্ষে মাঠে নামবেন কি-না রোনালদো। ধারণা করা হচ্ছে, অনুশীলনে মানিয়ে নিতে পাড়লে এখন থেকে নিয়মিতই এটা ব্যবহার করবেন সিআরসেভেন।
করোনাভাইরাসের কারণে লম্বা সময় গৃহবন্দী ছিলেন রোনালদো। যদিও ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন করেছেন তিনি। তবে বাইরের অনুশীলন করার সুযোগ না থাকায় কিছুটা হলেও সমস্যার মোকাবেলা করেছেন তিনি। দল অনুশীলনের সুযোগ পেলেও নানা জটিলতায় ইতালিতে ফিরতে দেরি হয়। ফেরার পরও কোয়ারেন্টিনে থাকতে হয় ১৪ দিন। তাই অল্প সময়ে ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও বেশি পরিশ্রম করে যাচ্ছেন এ তারকা।
Comments