কিটের অনুমোদন বিষয়ক লিগ্যাল নোটিশের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের কোনো সম্পর্ক নেই
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিটের অনুমোদনে স্বাস্থ্যমন্ত্রীকে কোনো ধরনের লিগ্যাল নোটিশ দেয়নি প্রতিষ্ঠানটি।
গতকাল শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে ‘গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্ট কিট অনুমোদনে স্বাস্থ্যমন্ত্রীকে লিগ্যাল নোটিশ’ এমন খবর বেরিয়েছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্ট কিট অনুমোদনে স্বাস্থ্যমন্ত্রীকে কোনো ধরনের লিগ্যাল নোটিশ দেয়নি। এ সংক্রান্ত কোনো ধরনের লিগ্যাল নোটিশের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, অনুমোদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিটের কার্যকারিতার পরীক্ষা চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এর মধ্যে অ্যান্টিবডি কিটের পরীক্ষা শেষ হয়েছে। তবে, অ্যান্টিজেন কিটের নমুনা সংগ্রহে ত্রুটি থাকায় আপাতত বিএসএমএমইউকে এটির পরীক্ষা বন্ধ রাখতে বলেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বলা হয়েছে, নমুনা সংগ্রহের সঠিক সমাধান দেওয়ার পরে যাতে বিএসএমএমইউ আবার অ্যান্টিজেন কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করে।
Comments