ওয়াসিমও বললেন বিশ্বকাপ পেছানো হোক

বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বকাপের বাস্তবতা দেখছেন না। সেই তালিকায় যোগ হলেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
wasim akram
ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয়ে খোদ আয়োজক অস্ট্রেলিয়া। বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বকাপের বাস্তবতা দেখছেন না। সেই তালিকায় যোগ হলেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

করোনাভাইরাসের মহামারির কারণে স্থবির পরিস্থিতিতে থমকে আছে ক্রিকেট। একের পর এক সিরিজ স্থগিতের মধ্যে আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও শঙ্কার কালো মেঘ। যদিও করোনা সংকটের মধ্যেই সামনের জুলাইতে দর্শকবিহীন মাঠে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

জৈব সুরক্ষিত পরিবেশে দর্শকবিহীন মাঠে খেলাকে আপাতত বাস্তবতা ধরা হলেও বিশ্বকাপের মতো আসর এই পরিস্থিতিতে সম্ভব না বলে মনে করেন ওয়াসিম। পাকিস্তানের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা এই বোলার জানান, আমেজহীন পরিবেশে বিশ্বকাপ করা যায় না, ‘আমার মনে হয় না এটা কোনো ভালো আইডিয়া। মাঠে দর্শক ছাড়া বিশ্বকাপ আয়োজন করা কীভাবে সম্ভব? বিশ্বকাপ মানেই হইরই ব্যাপার, বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসেন তাদের দলকে সমর্থন করতে। দর্শকবিহীন মাঠে সেই আমেজের কিছুই থাকবে না।’

আপাতত বিশ্বকাপ আয়োজনের চিন্তা থেকে সরে এসে তাই আইসিসিকে অপেক্ষা করার পরামর্শ ওয়াসিমের, ‘আইসিসি একটা ভালো সময়ের অপেক্ষা করতে পারে। এই মহামারির প্রকোপ কমে গেলে, বিশ্বে নিষেধাজ্ঞা শিথিল হলে তখন বিশ্বকাপ নিয়ে ভাবা যেতে পারে।’

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

1h ago