ত্রাণ ও নগদ সহায়তায় অনিয়মে হবিগঞ্জে ৩ জনপ্রতিনিধি বরখাস্ত

ত্রাণ বিতরণে দুর্নীতি এবং করোনা পরিস্থিতিতে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর নগদ সহায়তার সুবিধাভোগীদের নামের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ত্রাণ বিতরণে দুর্নীতি এবং করোনা পরিস্থিতিতে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর নগদ সহায়তার সুবিধাভোগীদের নামের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের কথা জানানো হয় বলে হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে জানা গেছে। বরখাস্ত হওয়া তিনজনই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বরখাস্তদের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি নিয়মনীতির ব্যত্যয় ঘটিয়ে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে স্বজনপ্রীতি দেখিয়েছেন। ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল এখন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম তসকির সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বরখাস্ত হয়েছেন।

এর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুখলিছ মিয়া ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের জন্য সাময়িক বরখাস্ত হয়েছেন। মুখলিছ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago