বীর বাহাদুরকে সিএমএইচে নেওয়া হয়েছে

হেলিকপ্টারে করে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরকে সিএমএইচে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আজ রোববার সকালে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।

সিভিল সার্জন বলেন, ‘বান্দরবানের স্থানীয় চিকিৎসাব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।’

বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন ডা. মং টিং ঞো দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শারীরিকভাবে তিনি (মন্ত্রী বীর বাহাদুর) ভালো আছেন। কোনো সমস্যা নেই। শুধু হালকা সর্দি-কাশি রয়েছে। যেহেতু তিনি ভিআইপি রোগী এবং বান্দরবানে আইসিইউ, সিসিইউ ব্যবস্থা নেই, তাই তাকে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

এর আগে, গতকাল বীর বাহাদুরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান ডা. অং সুই প্রু মারমা।

গতকাল রাতে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। শনিবার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তার জ্বর ও কাশি রয়েছে।’

আরও পড়ুন:

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

Comments