কোহলির বিপক্ষে খেলতে পারায় ভাগ্যবান উইলিয়ামসন

kohli and williamson
ছবি: এএফপি

বিরাট কোহলির বিপক্ষে খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি আরও জানালেন, বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় থেকেই ভারত দলনেতার ধারাবাহিক উন্নতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন তিনি।

মালয়েশিয়াতে ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজ নিজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়ামসন ও কোহলি। ওই আসরের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচটি জিতেছিলেন কোহলিরা। পরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা হয়েছিলেন চ্যাম্পিয়ন।

সময়ের পালাবদলে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করছেন দুই ব্যাটসম্যান। কেবল তা-ই নয়, সময়ের সেরাদের তালিকায়ও রয়েছেন তারা। কোহলিকে তো সময়ের এক নম্বর ব্যাটসম্যান হিসেবেও অভিহিত করে থাকেন অনেক ক্রিকেট বিশ্লেষক।

রবিবার স্টার স্পোর্টসের একটি আয়োজনে কোহলির প্রশংসায় পঞ্চমুখ উইলিয়ামসন বলেন, ‘হ্যাঁ, পরস্পরের বিপক্ষে খেলতে পারায় আমরা ভাগ্যবান। তরুণ বয়সে দেখা হওয়া এবং তার উন্নতির পথে এগিয়ে চলার সাক্ষী হতে পারা দারুণ ব্যাপার।’

দুজনের খেলার ধরন আলাদা। মাঠে তাদের আচার-আচরণও বিপরীতমুখী; কিউই অধিনায়ক শান্ত মেজাজের, ভারত দলনেতা আগ্রাসী। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের লড়াই রূপ নিয়েছে বন্ধুত্বে।

উইলিয়ামসন জানান, ‘এটা বেশ মজার ব্যাপার। দীর্ঘদিন ধরে আমাদের একে অন্যের বিপক্ষে খেলতে হচ্ছে।’

‘কিন্তু সম্ভবত গত কয়েক বছরে আমরা খেলাটি সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি ও কিছু সৎ ভাবনা আদান-প্রদান করেছি এবং কিছু ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছি। যদিও শারীরিক দিক বিবেচনায় আমাদের খেলার ধরন এবং মাঠে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা আলাদা।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago