পঞ্চগড়ে বোরো ধান সংগ্রহ শুরু

পঞ্চগড় সদর উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। ছবি: মো. কামরুল ইসলাম রুবাইয়াত

পঞ্চগড় সদর উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ।

আজ রোববার দুপুরে উপজেলার ধাক্কামারা খাদ্য গুদাম চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

উদ্বোধনী দিনে পঞ্চগড় পৌরসভার তুলার ডাঙ্গা এলাকার কৃষক ফজর আলীর কাছ থেকে এক টন ধান কিনে সংগ্রহ অভিযান শুরু করা হয় ।

এ সময় আরও ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন।

গত ৩ জুন পঞ্চগড় সদর উপজেলায় ৫ হাজার ৮৪৭ কৃষকের নামের তালিকা থেকে লটারির মাধ্যমে বোরো ধান কেনার জন্য ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ৩০৮ জন কৃষককে নির্বাচিত করা হয়।

লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের মধ্যে পঞ্চগড় সদর ইউনিয়নে ৮ জন, অমরখানা ইউনিয়নের ১৮ জন, হাফিজাবাদ ইউনিয়নে ৫ জন, কামাত-কাজলদিঘী ইউনিয়নে ১৬ জন, চাকলাহাট ইউনিয়নে ১২০ জন, সাতমেরা ইউনিয়নে ১০ জন, হাড়িভাসা ইউনিয়নে ৭৯ জন, ধাক্কামারা ইউনিয়নে ১৬ জন, মাগুরা ইউনিয়নে ২৪ জন, গড়িনাবাড়ি ইউনিয়নে ৮ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৪ জন রয়েছেন। 

নির্বাচিত কৃষকরা প্রতি কেজি ২৬ টাকা দরে প্রত্যেকে এক টন করে ধান আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন ।  

এছাড়াও চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছে সরকার ৩৬ টাকা দরে চাল সংগ্রহ করবে।

জেলায় সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫১৯২ টন এবং চাল ১০২৪২ টন  নির্ধারণ করা হয়েছে।   

সেই অনুযায়ী পঞ্চগড় সদর উপজেলায় ৩০৮ জন নির্বাচিত কৃষকের প্রত্যেকের কাছ থেকে এক টন করে বোরো ধান সংগ্রহ করা হবে ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, চলতি মৌসুমে পঞ্চগড় সদর উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭৮৭ মেট্রিক টন।

অপরদিকে জেলায় অর্জিত আবাদের পরিমাণ ২৯১২৫ হেক্টর। যা থেকে ১ লাখ ২৫ হাজার টন ধান উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে । 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago