পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষুদ্র ব্যবসায়ী রেজাউল ইসলাম (৩৫) মারা গেছেন।
আজ রোববার সকালে পঞ্চগড় পৌর এলাকার কায়েতপাড়া এলাকায় নিজ বাড়িতে সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। তিনি শহরের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন জায়গায় চা-পান বিক্রি করতেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রেজাউল নিজ বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়তে সকাল দশটার দিকে গাছে উঠে। এ সময় সুপারি টিনের চালে পড়লে তা তুলতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘরের ওপর দিয়ে ৪২০ ভোল্টের একটি বিদ্যুৎ লাইনের তার টিনের লেগে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত জাহান লোপা বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।’
Comments