২০ মিনিটে জানা যাবে করোনা পরীক্ষার ফল

মাত্র ২০ মিনিটে করোনা পরীক্ষার ফল জানা যাবে এমন কিট তৈরি করেছে বলে দাবি করেছেন ভারতের হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) এর একদল গবেষক।
প্রতীকী ছবি এনডিটিভি

মাত্র ২০ মিনিটে করোনা পরীক্ষার ফল জানা যাবে এমন কিট তৈরি করেছে বলে দাবি করেছেন ভারতের হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) এর একদল গবেষক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, করোনা পরীক্ষায় প্রচলিত রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেস চেইন রিঅ্যাকশন (আরটি- পিসিআর) এর পরিবর্তে ভিন্ন পদ্ধতিতে নতুন কিট দিয়ে করোনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

তারা জানান, এই টেস্ট কিট তৈরি করতে ৫৫০ রুপি খরচ হলেও ব্যাপক হারে উৎপাদন করা হলে তা ৩৫০ রুপিতে দেওয়া যেতে পারে।

কিটের জন্য পেটেন্ট দাবি করে ইতোমধ্যেই হায়দ্রাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে কিটটির ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর কাছে অনুমোদনের জন্য আবেদনও করা হয়েছে।

আইআইটি হায়দ্রাবাদের অধ্যাপক শিব গোবিন্দ সিং বলেন, ‘আমরা এমন একটি কিট তৈরি করেছি যা দিয়ে নমুনা সংগ্রহের ২০ মিনিটের মধ্যেই এমনকি উপসর্গহীন করোনা রোগীও শনাক্ত করা যাবে। এই কিটের অনন্য বৈশিষ্ট্য হলো, এটি আরটি-পিসিআর ছাড়াই কাজ করে।’

তিনি আরও জানান, স্বল্পমূল্যের এই টেস্টিং কিট সহজেই সব জায়গায় বহন করা যাবে। 

এই নিয়ে ভারতে করোনা পরীক্ষার দ্বিতীয় কিট তৈরি হলো। এর আগে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করোনা টেস্টিং কিটের জন্য আইসিএমআর-এর অনুমোদন পেয়েছে আইআইটি-দিল্লি।

Comments

The Daily Star  | English
Normalcy returning to garment sector

Govt to update US on labour rights

Bangladesh will write to the US government about the improvement in working conditions and the steps it has taken to enhance labour rights, said a top government official today.

1h ago