করোনায় আক্রান্ত উপস্থাপক ফেরদৌস বাপ্পী আইসিইউতে

Ferdous Bappi Photo-1.jpg
ফেরদৌস বাপ্পী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন উপস্থাপক ফেরদৌস বাপ্পী।

কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর গতকাল শনিবার রাত ৩টায় তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের (পিপিবি) সাধারণ সম্পাদক ও উপস্থাপক আনজাম মাসুদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘বর্তমানে ফেরদৌস বাপ্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এখন তিনি অনেক ভালো রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, তাকে প্লাজমা থেরাপি দেওয়া লাগতে পারে, তবে জরুরি নয়। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে প্রয়োজনের তুলনায় বেশী প্লাজমা ডোনার পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজন অনুসারে ফেরদৌস বাপ্পীকে প্লাজমা থেরাপি দেওয়া হবে।’

ফেরদৌস বাপ্পী বাংলাদেশ টেলিভিশনে সাধারণ জ্ঞান বিষয়ক ‘কুইজ কুইজ’ অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শক পরিচিতি পান। বর্তমানে তিনি একাধিক টেলিভিশনে  অনুষ্ঠান উপস্থাপনার কাজে জড়িত আছেন।

পাশাপাশি টেলিভিশন উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago