কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে জেএসএসের কর্মী নিহত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়া এলাকায় আজ সোমবার সকালে দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম পদ্ম কুমার চাকমা (৫০)।
পুলিশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়া এলাকায় আজ সকাল ৯টার দিকে পদ্ম কুমার চাকমা একটি দোকানে চা খেতে যান। সে সময় তিনি দোকানের বাইরে আসলে ৩ থেকে ৪ জনের একদল দুর্বৃত্ত তাকে গুলি করে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি দোকানের কিছু দূরে গিয়ে মারা যান।
সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
নিহত ব্যক্তি জনসংহতি সমিতির কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে ডেইলি স্টারকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় পদ্ম কুমার চাকমা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জনসংহতি সমিতির সদস্য বলে শুনেছি। লাশ উদ্ধার করে রাঙ্গমাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
Comments