নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা থেকে মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে শহরের বরকল খেয়াঘাট এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহে পঁচন ধরে গেছে তাই বলা যাচ্ছে না কীভাবে মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Comments