পুকুর পাড়ে স্যান্ডেল দেখে মিলল মরদেহের সন্ধান

নোয়াখালীর চাটখিলে বাক প্রতিবন্ধী এক যুবক ২৪ ঘণ্টার বেশি সময় নিখোঁজ থাকার পর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। আজ সোমবার বিকেলে নোয়াখলা গ্রামে একটি পুকুরের ধারে পড়ে থাকা স্যান্ডেলের সূত্র ধরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে চাটখিল ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, রুবেল হোসেন মায়া গতকাল দুপুরে একই গ্রামের আবু সুফিয়ানের পুকুরে কচুরি পানা পরিষ্কার করতে নেমেছিলেন। তিনি সাঁতার জানতেন না। রোববার সন্ধ্যায় তিনি বাড়িতে না ফেরায়, পরিবারের লোকেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি।
‘আজ সোমবার দুপুরে ওই পুকুর পাড়ে এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর, তারা চাটখিল ফায়ার সার্ভিস ষ্টেশনে বিষয়টি জানায়।’
‘ষ্টেশন অফিসার একদল ডুবুরি দিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে মায়ার মরদেহ উদ্ধার করেন।’
নোয়াখলা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ জানান, মায়া বাক প্রতিবন্ধী ও ভবঘুরে স্বভাবের ছিল। পুকুরে ডুবে মারা যাওয়ার বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জেনেছেন।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, মৃতের পরিবার কোনো অভিযোগ না করায়, আজ বিকেল ৪টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Comments