পদ্মা সেতুর কাজে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌযান বন্ধ থাকবে বুধবার

পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজের জন্য আগামী বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এই অবস্থায় সেদিন যাত্রাবাড়ি-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
Padma Bridge
স্টার ফাইল ছবি

পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজের জন্য আগামী বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এই অবস্থায় সেদিন যাত্রাবাড়ি-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর একত্রিশতম স্প্যান স্থাপন করা হবে বুধবার। বুধবার সকাল এগারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাংগা) চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago