করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ৬ হাজার, আক্রান্ত ৭১ লাখ ১৮ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন এক নার্স। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ১৮ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ৫২২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩২ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৮৯৭ জন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৯৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৫২২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৪১২ জন, মারা গেছেন ৩৭ হাজার ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ২৫৭ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৮০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৩৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪৩ জন এবং মারা গেছেন ৫ হাজার ৯৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ২২৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৬ জন এবং মারা গেছেন ৫ হাজার ৫৭১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৫৫৬ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২৮ জন, মারা গেছেন ৭ হাজার ৪৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৫ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৭১৭ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৭৮ জন, মারা গেছেন ৩৩ হাজার ৯৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৩১৩ জন, মারা গেছেন ২৯ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ৭১ হাজার ১৮২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ১০৯ জন, মারা গেছেন ৮ হাজার ৬৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৫৬ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৩২ জন, মারা গেছেন ৮ হাজার ৩৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৬০ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ১২১ জন, মারা গেছেন ৪ হাজার ৭১১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩৮০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৯৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪৪৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার ৫০৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৯৩০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago