করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ৬ হাজার, আক্রান্ত ৭১ লাখ ১৮ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন এক নার্স। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ১৮ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ৫২২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩২ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৮৯৭ জন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৯৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৫২২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৪১২ জন, মারা গেছেন ৩৭ হাজার ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ২৫৭ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৮০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৩৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪৩ জন এবং মারা গেছেন ৫ হাজার ৯৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ২২৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৬ জন এবং মারা গেছেন ৫ হাজার ৫৭১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৫৫৬ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২৮ জন, মারা গেছেন ৭ হাজার ৪৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৫ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৭১৭ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৭৮ জন, মারা গেছেন ৩৩ হাজার ৯৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৩১৩ জন, মারা গেছেন ২৯ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ৭১ হাজার ১৮২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ১০৯ জন, মারা গেছেন ৮ হাজার ৬৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৫৬ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৩২ জন, মারা গেছেন ৮ হাজার ৩৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৬০ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ১২১ জন, মারা গেছেন ৪ হাজার ৭১১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩৮০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৯৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪৪৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার ৫০৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৯৩০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

9h ago