অজি গোলরক্ষক ল্যাঙ্গেরাকের করোনা শনাক্ত

mitch langerak
ছবি: এএফপি

অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মিচ ল্যাঙ্গেরাকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে নিজ দেশে নয়, জাপানের ‘জে’ লিগে খেলতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

সোমবার ৩১ বছর বয়সী ল্যাঙ্গেরাকের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব নাগোয়া গ্রাম্পাস। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি।

এই নিয়ে গেল এক সপ্তাহে গ্রাম্পাসের দুজন ফুটবলারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ল। গেল মঙ্গলবার দলটির স্থানীয় স্ট্রাইকার মু কানাজাকির করোনা শনাক্ত হয়েছে। এরপর থেকেই ক্লাব সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা করানো শুরু করেছে তারা।

প্রথম দফায় ১৯ ফুটবলারের নমুনা সংগ্রহ করা হয়। দ্বিতীয় দফায় গেল শনিবার খেলোয়াড়-স্টাফ মিলিয়ে নেওয়া হয় ২৬ জনের নমুনা। এদের মধ্যে কেবল ল্যাঙ্গেরাকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত মোট ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ল্যাঙ্গেরাক। সবশেষ ২০১৮ সালে সকারুদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। দলটির প্রথম পছন্দের গোলরক্ষক ম্যাট রায়ানের বিকল্প হিসেবে অবশ্য নিয়মিতভাবেই স্কোয়াডে থাকেন তিনি।

বিশ্বের আরও অনেক দেশের মতো জাপানেও শুরু হতে যাচ্ছে পেশাদার ফুটবল। মৌসুমের বাকি ম্যাচগুলো হবে দর্শকবিহীন স্টেডিয়ামে। বৈশ্বিক মহামারির কারণে প্রায় চার মাসের বিরতি শেষে ‘জে’ লিগ মাঠে গড়াবে আগামী ৪ জুলাই।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago