চোটে রিয়াল ডিফেন্ডার নাচো
লা লিগা পুনরায় শুরু হওয়ার আগেই দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে। চোটে পড়েছেন স্পেনের সফলতম ক্লাবটির ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।
সোমবার ৩০ বছর বয়সী নাচোর চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে দলটি বলেছে, তার ডান পায়ের ঊরুতে চোট ধরা পড়েছে।
চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নাচোকে। অর্থাৎ লা লিগায় লস ব্লাঙ্কোসদের ফেরার ম্যাচে থাকতে পারবেন না স্পেনের হয়ে ২২ ম্যাচ খেলা এই ফুটবলার।
করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস স্থগিত থাকার পর আগামী ১১ জুলাই থেকে আবার চালু হচ্ছে লা লিগা। স্পেনের সর্বোচ্চ ফুটবল আসরে রিয়াল খেলতে নামবে ১৪ জুলাই। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে ঘরের মাঠে এইবারের মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল।
লা লিগার আরও ১১ রাউন্ডের খেলা বাকি আছে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল।
Comments