চট্টগ্রামে প্রথম ৪৮ দিনে ১০০, জুনের সাত দিনেই ৫৪ মৃত্যু
চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় এপ্রিল মাসে। এর পর সাত সপ্তাহে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে এক শ জনের মৃত্যু হয়। জুনের প্রথম সপ্তাহে মৃতের সংখ্যা ৫৪ জনে পৌঁছে গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন আল-মানাহিল ফাউন্ডেশনের হিসাব এটি।
করোনায় আক্রান্ত বা সংক্রমণের উপসর্গ নিয়ে কারো মৃত্যু হলে স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করে আল-মানাহিল ফাউন্ডেশন। ১৫ এপ্রিলের পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠনটি সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এপ্রিলে কাজ শুরুর প্রথম সাত সপ্তাহে আমরা এক শ মরদেহ দাফন করি। আর জুনের প্রথম সপ্তাহেই আমরা ৫৫ জনের দাফন সম্পন্ন করেছি। ঈদের দিন থেকে করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। ঈদের দিন প্রথম আমরা সর্বোচ্চ সংখ্যক আট জনের মরদেহ দাফন করি।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে ফটিকছড়ি ও রাউজানে এবং নগরীর মধ্যে নিমতলা ও ইডিজেড এলাকায় মৃতের সংখ্যা বেশি।’
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যেহেতু উপসর্গ নিয়ে মারা গেলে আমরা সেই হিসাব রাখি না, তাই আল-মানাহিলের সঙ্গে আমাদের হিসাবের তারতম্য থাকবে। আমাদের হিসাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছে এক শ জন। শনাক্ত হয়েছে চার হাজার ১৬৭ জন। ঈদের দিন থেকে মৃতের সংখ্যা বাড়ছে এটি ঠিক। এখন সংকটাপন্ন রোগীর সংখ্যাও বেড়েছে।’
Comments