করোনা আপডেট: রাজশাহী, ঝিনাইদহ, ফেনী, মাদারীপুর, মানিকগঞ্জ
রাজশাহীতে একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহে নতুন করে চার জন করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়ার পাঁচ দিন পরে জানা গেছে দুই জনই করোনায় আক্রান্ত ছিলেন। নতুন আরও পাঁচ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মাদারীপুরে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের এক সদস্য রয়েছেন। মানিকগঞ্জে নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়ালো।
রাজশাহীতে বেসরকারি টেলিভিশন এসএ টিভির রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরাপারসন আবু সাঈদ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এসএ টিভির রাজশাহী ব্যুরো অফিসের ইনচার্জ জিয়াউল গনি সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত কয়েক দিন ধরে আবু সাঈদ অসুস্থ বোধ করছিলেন। গতকাল সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। সাঈদ রাজশাহীতে করোনায় আক্রান্ত প্রথম সাংবাদিক।’
সেলিম জানান, সম্প্রতি পেশাগত কাজে তিনি ও সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন।
আবু সাঈদ জানান, বর্তমানে তিনি রাজশাহী পবা উপজেলার কিসমত কুখণ্ডি গ্রামে তার বাড়িতে আইসোলেশনে আছেন। এখন জ্বর নেই, তবে শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করছেন।
ঝিনাইদহে আরও ৪ জনের করোনা শনাক্ত
ঝিনাইদহে নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, যশোর ও কুষ্টিয়া থেকে ঝিনাইদহের মোট ৩৮টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চার জন আক্রান্ত পাওয়া গেছে। তিন জনের বাড়ি কালীগঞ্জ উপজেলায় ও একজনের বাড়ি মহেশপুরে। মোট শনাক্ত ৬৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।
ফেনীতে মৃত ২ জন করোনায় আক্রান্ত ছিলেন, শনাক্ত আরও ৫
ফেনীতে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়ার পাঁচ দিন পরে জানা গেছে, দুই জনই করোনায় আক্রান্ত ছিলেন। আজ সকালে জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গত ৫ জুন ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক কুতুব উদ্দিন হায়দার (৭৮) ও দাগনভূঁঞার মাতুভূঞা ইউনিয়নের আলীপুর গ্রামের এক বাসিন্দা মারা যান। করোনা সংক্রমণের উপসর্গ থাকায় ওই দিন মারা যাওয়ার আগেই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানা হয়েছিল। আজ আমরা তাদের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। আজ হাতে আসা নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী, জেলায় আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’
মো. সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘ফেনীতে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৩২০ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬৯ জন।’
মাদারীপুরে ২১ জনের করোনা শনাক্ত
মাদারীপুরে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের এক সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২১৭ জনে দাঁড়ালো বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, আজ ২২৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মানিকগঞ্জে নতুন ১৬ জনসহ ৩৬১ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়ালো। নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ জন, সাটুরিয়া, সিংগাইর ও হরিরামপুর উপজেলার নয় জন এবং দুই জন ঘিওর ও শিবালয় উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ পর্যন্ত মোট তিন হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ১২৮টি ফলাফল পাওয়া গেছে। পজিটিভ পাওয়া গেছে ৩৬১ জনের। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৫ জনের বাড়ি, সাটুরিয়া উপজেলার ৭২ জন, সিংগাইর উপজেলার ৬৮ জন, ঘিওর উপজেলার ৫০ জন, হরিরামপুর উপজেলায় ৩১, শিবালয় উপজেলার ২৬ জন ও নয় জনের বাড়ি দৌলতপুর উপজেলায়।’
Comments