পুলিশের ৬৭১৮ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ১৯ জনের
দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭১৮ জনে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৮৮৫ জন।
সারাদেশে বর্তমানে পুলিশের আট হাজার ১৬ জন সদস্য কোয়ারেন্টিনে এবং দুই হাজার ৯০৯ জন সদস্য আইসোলেশনে আছেন।
ইতোমধ্যে পুলিশের একজন সিভিল স্টাফসহ ১৯ জন সদস্য মারা গেছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ১৫ জন।
Comments