গাজীপুরে ৮ আন্তঃজেলা ‘ডাকাত’ গ্রেপ্তার

গাজীপুরে বিপণি বিতানের নৈশপ্রহরীর হাত-পা-মুখ বেঁধে ডাকাতির ঘটনায় একটি আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইলসহ ডাকাতি কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।
গাজীপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আট ডাকাত ও উদ্ধারকৃত মালামাল। ছবি: স্টার

গাজীপুরে বিপণি বিতানের নৈশপ্রহরীর হাত-পা-মুখ বেঁধে ডাকাতির ঘটনায় একটি আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইলসহ ডাকাতি কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।

সোমবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার তার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, শরীয়তপুরের চর মহিষাকান্দি এলাকার বাবুল মাল, জামালপুরের কাছিয়ারা এলাকার মুনসুর ফকির, একই জেলার চর কালিকাপুরের সফিকুল, কুলুপাড়া এলাকার আকরাম, সাধুপাড়া বটতলা এলাকার হৃদয় ওরফে হাবিব, মাগুরার পানিঘাটা উত্তরপাড়া এলাকার নাজমুল, গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকার মুজিবুর রহমান এবং একই থানা এলাকার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, ডাকাত দলের এই সদস্যরা গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ সুপার জানান, ১৬ মে গাজীপুরের জয়দেবপুর থানার বেগমপুর এলাকার রহমত আলী সুপার মার্কেট (রাজশাহী মার্কেট)-এ ১০/১২ জন ডাকাত গাড়ি নিয়ে হানা দেয়। তারা মার্কেটের নৈশ প্রহরী ও ঝোটন নামের এক পথচারীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে বিভিন্ন দোকান থেকে নগদ চার লাখ ৯৪ হাজার টাকা, পাঁচ ভরি সোনা ও ২৯০ ভরি রূপার অলংকার, ৩৩টি মোবাইল সেট, টিভি ও কাপড় লুট করে নিয়ে যায়।

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ২৩টি মোবাইল সেট, স্বর্ণালংকারসহ ডাকাতিতে ব্যবহৃত পিক-আপ ভ্যান জব্দ করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago