টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছে ক্যারিবিয়ানরা
করোনাভাইরাসের কারণে অনেক দিন থেকেই বন্ধ প্রায় সব ধরণের ক্রিকেট। তবে ভক্তদের জন্য আশার খবর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে মাঠে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এর মধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে উইন্ডিজ ক্রিকেট দল।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটে চড়ে রওনা দেয় উইন্ডিজ দল। পরদিন সকালে ম্যানচেস্টারে পৌঁছায় তারা। আপাতত ওল্ড ট্রাফোর্ডে থাকবে দলটি। সেখানেই জৈব সুরক্ষিত জীবাণুমুক্ত পরিবেশে এক প্রকার তিন সপ্তাহের 'কোয়ারেন্টিনে' থাকবে জেসন হোল্ডারের দল। এ সময়ে অনুশীলনের সুযোগও পাচ্ছে তারা। স্টেডিয়ামের নিজস্ব হোটেলে থাকায় এ সুবিধা দেওয়া হয়েছে তাদের।
দেশ ছাড়ার আগে অবশ্য স্কোয়াডের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সবাই নেগেটিভ আসার পর অ্যান্টিগা থেকে ইংল্যান্ডে রওনা দেয় দলটি। চোটের কথা মাথায় রেখে ১১ বাড়তি ক্রিকেটার নিয়ে এসেছে তারা। ২৫ সদস্যের খেলোয়াড়দের সঙ্গে আছেন ১১ জন সাপোর্ট স্টাফও। লন্ডনে থাকা প্রধান কোচ ফিল সিমন্স দলটির সঙ্গে যোগ দিবেন মঙ্গলবার। তবে আরেক দফায় কোভিড-১৯ পরীক্ষা হবে ইংল্যান্ডে।
ওল্ড ট্রাফোর্ড থেকে ৩ জুলাই সাউথ্যাম্পটনে যাবে উইন্ডিজ দল। সেখানে আগামী ৮ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। ১৬ ও ২৪ জুলাই পরের দুটি টেস্ট শুরু হবে ওল্ড ট্র্যাফোর্ডে। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
Comments