ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ যুবক গ্রেপ্তার
ফেনীতে দুই পাউন্ড সাপের বিষসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা থেকে ইকবাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মিলিয়ে, জব্দ করা সাপের বিষের বাজারদর ১৬ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন বিপুল পরিমাণ সাপের বিষসহ এক যুবক নোয়াখালীর দিক থেকে মোটরসাইকেলে ফেনীর দিকে যাচ্ছে। সকাল ১০টার দিকে সন্দেহভাজন ওই যুবককে ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরের সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে দুই পাউন্ড সাপের বিষ পাওয়া যায়। ওই যুবকের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় ইকবাল হোসেনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা হয়েছে এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Comments