বার্সেলোনায় খেলতে পারলে খুশিই হবেন দিবালা

ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জনটা চড়া। গত মৌসুমে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল ক্লাবটি। এ মৌসুমেও আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত তুরিনেই আছেন পাওলো দিবালা। শেষ পর্যন্ত যদি দল বদল করতেই হয়, তাহলে বার্সেলোনায় লিওনেল মেসির পাশে খেলতে পারলে খুবই খুশী হবেন এ তরুণ।
ছবি: এএফপি

ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জনটা চড়া। গত মৌসুমে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল ক্লাবটি। এ মৌসুমেও আলোচনা চলছে। তবে এখন  পর্যন্ত তুরিনেই আছেন পাওলো দিবালা। শেষ পর্যন্ত যদি দল বদল করতেই হয়, তাহলে বার্সেলোনায় লিওনেল মেসির পাশে খেলতে পারলে খুশীই হবেন এ তরুণ।

অথচ আর্জেন্টিনা জাতীয় দলে অধিকাংশ সময়ই ডাগআউটে বসে সময় কাটাতে হয় দিবালাকে। তার মূল কারণই তার পজিশনে প্রথম পছন্দ মেসি। দুইজনে একই পজিশনে খেলেন বলে সুযোগ মিলে কম। সেই দিবালাই বার্সায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা বলেছেন, 'সত্যটা হচ্ছে, বিশ্বে বার্সেলোনা অন্যতম বড় ক্লাবের একটি। আর মেসি সেখানে সবার চেয়ে বড়। সেখানে খেলতে পারলে খুশীই হব।'

বার্সায় যাওয়ার ইচ্ছা গোপন না করলেও নিজের ক্লাব জুভেন্টাসের উচ্ছ্বসিত প্রশংসা করেন দিবালা, ‘জুভেন্টাসও দারুণ এক ক্লাব, ইতিহাসে ভরপুর। ক্লাবটির হয়ে দারুণ সব ফুটবলার খেলেন। এখানে যত মানসম্পন্ন ফুটবলাররা খেলেন, তাতে অনায়াসে দুটি দল বানানো যাবে। বিশেষ করে বুফন ও রোনালদোর মতো দুই ফুটবলারের কারণে ক্লাব আরও নাম করেছে।'

জুভেন্টাসে বেশ সুখেই আছেন বলেই জানান দিবালা, 'অবশ্যই আমি জুভেন্টাসে থাকতে চাই। আমি এখানে খুব খুশী আছি। ক্লাবের সবাই আমাকে খুব পছন্দ করে এবং আমিও সবাইকে পছন্দ করি। ক্লাবে সবাই আমাকে মূল্যায়ন করে। ক্লাব প্রেসিডেন্টসহ সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আশা করছি নতুন চুক্তি হবে। হয়তো না। আমি নিশ্চিত জানি না।'

জুভেন্টাসের সঙ্গে দিবালার চুক্তির মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। মেয়াদ বাড়ানোর জন্য অপেক্ষায় আছেন এ তরুণ, 'সত্যি বলতে, এখন পর্যন্ত কিছুই না। আমার আরও দেড় বছরের চুক্তি রয়েছে। যেটা খুব বেশি না এবং বুঝতে পারি কেন এমন হচ্ছে। যা ঘটছে (করোনাভাইরাস) সেটা ক্লাবের জন্য সহজ না। তবে আরও কিছু খেলোয়াড়েরও নতুন চুক্তি করতে হবে। তাই আমরা অপেক্ষায় আছি।'

উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে ফের চালু হচ্ছে ইতালিয়ান সিরি আ। এর আগে অবশ্য কোপা ইতালিয়ার ম্যাচে নামছেন দিবালারা। আগামী ১২ জুন সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস।

Comments

The Daily Star  | English
6 held over robbery posing as security forces in Mohammadpur

Mohammadpur robbery: 5 sacked members of different forces among 8 held

RAB has arrested eight individuals connected to the robbery at a Mohammadpur apartment, where a group of miscreants impersonated security personnel to steal Tk 75 lakh and 70 bhori of gold ornaments

43m ago