নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না, সাড়া দিচ্ছেন না

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না এবং চিকিৎসকদের কোনো প্রতিক্রিয়াতেই সাড়া দিচ্ছেন না।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না এবং চিকিৎসকদের কোনো প্রতিক্রিয়াতেই সাড়া দিচ্ছেন না।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিমের হৃদযন্ত্র এখনো সক্রিয়। তবে রক্তচাপ উঠা-নামা করছে।’

‘মানুষ সাধারণত মিনিটে ১৮ থেকে ২০ বার নিঃশ্বাস নেয়। কিন্তু মোহাম্মদ নাসিম নিজ থেকে কোনো শ্বাসই নিতে পারছেন না। আমরা লাইফ সাপোর্টের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস সচল রেখেছি’, বলেন তিনি।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘মোহাম্মদ নাসিমের শরীরের কোনো সাড়া নেই। চিকিৎসকরা তার শরীরে চিমটি কেটে দেখেছেন, তাতেও তিনি সাড়া দিচ্ছেন না। গত পাঁচ দিন ধরে ডিপ কোমায় আছেন তিনি।’

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

31m ago