পাহাড় কাটায় ২ জনকে ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম শহরের আরেফিন নগর ও আকবর শাহ এলাকায় পাহাড় কাটার দায়ে এক মাদ্রাসার অধ্যক্ষসহ দুই ব্যক্তিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানি শেষে তাদের জরিমানা আরোপ করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে অধিদপ্তরের (চট্টগ্রাম মেট্রো) উপপরিচালক মিয়া মাহমুদুল হক।

তিনি বলেন, নগরীর আরেফিন নগর এলাকায় তালিমুল কোরান মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৩২,৬০০ বর্গফুট পাহাড় কেটেছে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. তৈয়ব। অন্যদিকে নগরীর আকবর শাহ এলাকার ফয়েজ লেক এলাকায় অনুমোদন ছাড়া শাকের মুন্নার নামের এক ব্যক্তি ১৮ হাজার বর্গফুট পাহাড় কেটেছেন।

‘মাদ্রাসা অধ্যক্ষকে ৩২,৬০,০০০ টাকা আর শাকের মুন্নাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের আগামী সাত দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। পাশাপাশি কর্তিত পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে’, যোগ করে তিনি বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago