চুরির অভিযোগে কিশোর নির্যাতন, ব্যবসায়ী আটক
তেলের জারকিন চুরির অভিযোগে লালমনিরহাট শহরে ১৫ বছর বয়সী কিশোরকে নির্যাতনের অভিযোগে আশরাফ আলী লাল (৫৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আশরাফ আলীকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মিশন মোড়ের বাসা থেকে আটক করা হয়েছে।
চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে।
স্থানীয়রা বলেন, মঙ্গলবার দুপুরে ট্রাস্ট ব্যাংক মিশন শাখার পাশে রাখা ইজিবাইক থেকে একটি তেলের জারকিন চুরি সময় এক কিশোরকে আটক করা হয়। ভবন মালিক আশরাফ আলীর হাতে তুলে দেওয়া হলে তিনি অভিযুক্ত কিশোরকে থানায় সোর্পদ না করে নিজেই নির্যাতন চালান।
প্রত্যক্ষদর্শী সেকেন্দার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি বারবার অনুরোধ করে বলেছিলাম, এভাবে কিশোরকে মারপিট না করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আশরাফ আলীসহ আরও তিন-চার জন নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ওই কিশোরকে অমানবিক নির্যাতন করে।
মাহফুজ আলম আরও বলেন, ‘ঘটনার পর থেকে নির্যাতনের শিকার কিশোরের খোঁজ মেলেনি। তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায়। তার বাবার নাম মমিনুল ইসলাম বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।’
Comments