মালয়েশিয়ায় আটক রোহিঙ্গাদের নিতে বাংলাদেশ বাধ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক আটককৃত ২৬৯ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ বলেছে, এটি কোনোভাবেই বাংলাদেশের দায়িত্ব নয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়। কোনো পরিস্থিতিতেই তাদের ফিরিয়ে নিতে আমরা বাধ্য নই।’

তিনি বলেন, ‘কোনো দেশ যদি রোহিঙ্গাদের খুঁজে পায়, তবে সেই নির্দিষ্ট দেশ যা করতে চায় তা তারা করতে পারে এবং অবশ্যই এটি বাংলাদেশের দায়িত্ব নয়।’

মালয়েশিয়া কর্তৃপক্ষ দেশটিতে আটক হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ জানাতে পারে গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ড. মোমেন বলেন, ‘বাংলাদেশও রোহিঙ্গাদের উন্নত জীবন চায়, তবে বাংলাদেশ তার সক্ষমতা অতিক্রম করে তা করতে পারবে না।’

এর আগে, একটি নৌকা থেকে ২৬৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মালয়েশিয়া।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualifies for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

15m ago