বাড়িতে আশ্রয় না পেয়ে আইসোলেশন সেন্টারে ফিরেছেন পালিয়ে যাওয়া সেই করোনা রোগী
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত সেই রোগী ওই সেন্টারেই ফিরেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি ফিরে এসেছেন বলে নিশ্চিত করেছেন ওই সেন্টারের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক ডা. একরামুল রেজা টিপু।
ডা. একরামুল রেজা টিপু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরাইল উপজেলার টিঘর গ্রামের বাসিন্দা কেফায়েত উল্লাহ নামের ওই রোগী আইসোলেশন সেন্টার থেকে গত রোববার পালিয়ে যাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।’
কেফায়েতের বরাত দিয়ে ওই চিকিৎসক আরও বলেন, ‘বাড়িতে যাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে আশ্রয় দেয়নি। এরপর দুই দিন তিনি এদিক-সেদিক ঘুরাফেরা করে অবশেষে স্বেচ্ছায় ফিরে এসেছেন।’
‘দুই দিন তিনি যেখানে-যেখানে ছিলেন সে তথ্য নিয়ে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করা হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেফায়েতকে আবার আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।’
Comments