লালা নিষিদ্ধ হওয়ায় বোলাররা এখন 'রোবট': ওয়াসিম

করোনাভাইরাসের কারণে বর্তমানে মানুষের জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। তেমনি পরিবর্তন এসেছে ক্রিকেটেও। নানা পরিবর্তনের মধ্যে অন্যতম হলো বল শাইন করতে লালা বা থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা। আর এটা করায় বোলাররা এখন রীতিমতো রোবটে পরিণত হয়েছে বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
ঐতিহ্যগতভাবেই বল শাইন করতে লালার ব্যবহার করে থাকেন বোলাররা। তবে করোনাভাইরাসের এ সময়ে সাময়িকভাবে এর ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। করলেই পাঁচ রান জরিমানা। যদিও এখনও ঘাম ব্যবহার করার অনুমতি রয়েছে। তবে বিষয়টি পছন্দ হয়নি ওয়াসিমের, 'এটা (লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায়) বোলারদের রোবটে পরিণত করবে। কেউ আসবে এবং কোনো সুইং ছাড়া বল করবে।'
বোলারদের জন্য এখন সুইং করানো অনেক কষ্টকর একটি ব্যাপার জানিয়ে ওয়াসিম আরও বলেন, 'এটা আমার জন্য হাস্যকর একটা ব্যাপার কারণ আমি বল শাইন করতে এবং সুইং করাতে লালা ব্যবহার করেই বড় হয়েছি। আমি এ কঠিন সময় নিয়ে সতর্ক। সুইং করানোর জন্য বোলারদের এখন বল পুরনো ও রুক্ষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।'
তবে বিকল্প হিসেবে ঘাম ব্যবহারের সুযোগ এখনও রয়েছে। তবে অতিরিক্ত ব্যবহারের কুফলও রয়েছে বলে জানান এ পাকিস্তানী, 'ঘাম শুধুমাত্র কিছু একটা ব্যবহার করা আরকি। অতিরিক্ত ঘাম ব্যবহার করলে বল ভারি হয়ে যেতে পারে।'
তাই খুব দ্রুতই কৃত্রিম কিছু বিকল্প হিসেবে ব্যবহার করতে দেওয়ার পক্ষে ওয়াসিম। তবে সেটার পরিমাণ কি হবে তা বলতে পারেননি তিনি, 'আমার বিশ্বাস, তাদের একটি যুক্তিসঙ্গত সমাধান খুঁজতে হবে। ভ্যাসলিনের মতো কৃত্রিম পদার্থগুলিকে বল সুইংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এর পরিমাণ কত? দেখা যাক, উইন্ডিজ বনাম ইংল্যান্ডের সিরিজেই বুঝতে পারবো এটা কেমন হবে। কারণ আমি এই জিনিসটির অভিজ্ঞতা আমার কখনোই ছিল না।'
এছাড়া সাম্প্রতিক সময়ে বল টেম্পারিংয়ের অনুমোদন দেওয়া দাবি তুলেছেন অনেকেই। ওয়াসিম সীমিত আকারে দেওয়ার পক্ষেই কথা বললেন, 'আপনি কখন বল টেম্পার করতে পারবেন? প্রথম থেকে নাকি ২০-২৫ ওভার পর থেকে। তাদের এ নিয়ে বসতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। খেলাটি ইতিমধ্যেই ব্যাটসম্যানদের পক্ষে ঝুঁকে গিয়েছে।'
Comments