বিজিবি’র ধাওয়ায় ২০ কেজি রুপা ফেলে পালালো চোরাকারবারিরা
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ২০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে ২১ বিজিবি গোগা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ রুপা এনে গোগা বলফিল্ড মাঠে অবস্থান করছে। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ কেজি রুপা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ কেজি রুপা থানায় হস্তান্তর করা হয়েছে।’
Comments