টাকা পাচার বন্ধে ৫০ শতাংশ কর
২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে টাকা পাচার বন্ধে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং বা ভুয়া বিনিয়োগ দেখিয়ে টাকা পাচার করা হলে প্রমাণিত পরিমাণের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগ দেখানোর মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার ও কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিধান অনুযায়ী যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং করে পাচার করা হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার উপর ৫০ শতাংশ হারে কর আরোপিত হবে।
প্রসঙ্গত, ২০২০-২০২১ অর্থবছরের জন্যে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের সীমিত উপস্থিতিতে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করছেন তিনি। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।
Comments