দাম বাড়বে, দাম কমবে

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করেন।
Price Updown
স্টার অনলাইন রিপোর্ট

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করেন।

বাজেটে নিম্নোক্ত পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে।

দাম বাড়বে

সিগারেট, মোবাইল ফোন খরচ, আমদানিকৃত পেঁয়াজ, প্রসাধনী সামগ্রী (সম্পূরক শুল্ক ৫ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব), শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের কেবিন খরচ (মূসক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব), চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া (সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব), আসবাবপত্র (মূসক ৫ থেকে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব), গাড়ি ও জিপ রেজিস্ট্রেশন ফি (বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব), সিরামিকের সিঙ্ক বেসিন (১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ), আমদানিকৃত মধু ইত্যাদি।

দাম কমবে

দেশীয় শর্ষের তেল, চিনি, রসুন, স্বর্ণ, ফার্মের যন্ত্রাংশ, অটোমোবাইল, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইস্পাত শিল্পের রিফ্রাক্টরি সিমেন্ট, এলপিজি সিলিন্ডার, ডিটারজেন্টের কাঁচামাল ইত্যাদি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago