ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যে স্বল্প সুদে ২ হাজার কোটি টাকার ঋণ সুবিধা

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে দুই হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে সরকার। চার আর্থিক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এই ঋণ প্রদান করা হবে।
স্টার অনলাইন গ্রাফিক্স

২০২০-২০২১  অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে দুই হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে সরকার। চার আর্থিক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এই ঋণ প্রদান করা হবে।

আগামী অর্থ বছরে এই ঋণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘কৃষি ও কৃষি সংশ্লিষ্ট উৎপাদন ও সেবা, ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি গ্রামের দরিদ্র কৃষক, বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক, প্রশিক্ষিত তরুণ ও বেকার যুবাদের গ্রামীণ এলাকায় ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজে স্বল্প সুদে ঋণ বিতরণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এজন্য প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী কর্ম-সহয়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এ চারটি প্রতিষ্ঠানে ৫০০ কোটি টাকা করে মূলধন প্রদান করবে। এ প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্ট প্রোগ্রামের আওতায় উপযুক্ত উদ্যোক্তাদের নিকট স্বল্প সুদে ঋণ বিতরণ করবে।’

তিনি আরও বলেন, ‘এ সবের পাশাপাশি শিল্পখাতে কর্মসংস্থানের গতি বাড়াতে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আধুনিকায়ন, শ্রমিকের সুরক্ষা জোরদার করা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

Comments

The Daily Star  | English

HC refuses Fakhrul's bail, issues rule asking why he shouldn't get bail

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today failed to secure bail from the High Court in a case filed over the vandalism of the chief justice's residence on October 28

27m ago