করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যু

Dr Gazi Zahir
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান মারা গেছেন।

তিনি আজ শুক্রবার ভোররাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. গাজী জহিরুলের মৃত্যুর পরপরই দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিএসএমএমইউ-এর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও গাজী জহিরুলের সহকর্মী সোহেলী আলম ডেইলি স্টারকে বলেন, ‘গাজী জহিরুল করোনা রোগীদের সেবা দিতেন। এক সপ্তাহের বেশি সময় আগে তার করোনার উপসর্গ ধরা পড়ে।’

‘ডা. গাজী জহিরুল যখন বাসায় আইসোলেশনে ছিলেন তখন তার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ আসে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তখন তার করোনা পজিটিভ পাওয়া যায়।’

এদিকে, অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যুর সংবাদ জানিয়ে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়াও, পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।’

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

1h ago