যে ঘরে আগুনে ছেলের মৃত্যু, সে ঘরেই দগ্ধ সাংবাদিক নান্নু
প্রায় পাঁচ মাস আগে যে ঘরে আগুন কেড়ে নিয়েছিল ছেলের প্রাণ, সেই ঘরেই আবার আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।
আজ শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দৈনিক যুগান্তরের ক্রাইম বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন পার্থ শঙ্কর পাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাংবাদিক নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
নান্নুর স্ত্রী পল্লবী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘নান্নু ভোররাত দেড়টার দিকে কাজ থেকে বাসায় ফেরেন। পরে ৩টার দিকে তার ছেলের রুম ঢোকেন।’
‘রুমের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দ হয়,’ যোগ করেন তিনি।
দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের যোগ ঘটায় আগুন ধরেছে।’
সংবাদ পেয়ে বাহিনীর দুইটি ইউনিট সেখানে যায়। তাদের যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, নান্নু ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক।
Comments