নারী নেত্রী শিরীন হক করোনামুক্ত, বারিশের এখনো পজিটিভ
নারী নেত্রী শিরীন হক করোনামুক্ত হয়েছেন। তবে, ছেলে বারিশ চৌধুরীর করোনা এখনো পজিটিভ। আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পাওয়া করোনা পরীক্ষার ফলে বিষয়টি জানা গেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন শিরীন হক।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হওয়ার পর তার স্ত্রী শিরীন হক ও তাদের ছেলে বারিশ চৌধুরীরও করোনা শনাক্ত হয়।
শিরীন হক বলেন, ‘এই কয়দিন ঠিকমতো খেতে না পারায় শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছি। এ ছাড়া, সব মিলিয়ে এখন ভালো আছি, সুস্থ বোধ করছি।’
‘বারিশের করোনা এখনো পজিটিভ। তবে, শারীরিকভাবে সে ভালো আছে’, যোগ করেন শিরীন হক।
আরও পড়ুন:
ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর শিরীন হক ও বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত
Comments