চলে গেলেন মোহাম্মদ নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আজ শনিবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

হাসপাতালের নিউরোসার্জন ডা. রাজিউল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে মোহাম্মদ নাসিম শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।’

এর আগে, ডা. রাজিউল হক দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন যে, আজ সকাল ১১টার দিকে নাসিমের ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

মোহাম্মদ নাসিমের হৃদযন্ত্রের ক্রিয়া ফিরিয়ে আনতে চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করেন বলেও জানান তিনি।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

আরও পড়ুন:

নাসিমের হৃদযন্ত্রের ক্রিয়া ফিরিয়ে আনতে ডাক্তারদের প্রাণান্ত চেষ্টা

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার ‘সামান্য’ উন্নতি, রক্ত জমাট বাঁধছে

‘নাসিমকে বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ’

নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না, সাড়া দিচ্ছেন না

‘ব্রেন স্টেম ফাংশন পরীক্ষার পর নাসিমের ভেন্টিলেশন খুলে নেওয়ার সিদ্ধান্ত’

নাসিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

55m ago