করোনা আপডেট: মানিকগঞ্জ, কক্সবাজার, যশোর, পঞ্চগড়

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জন ও সংক্রমণের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। যশোরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। পঞ্চগড়ে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা এক শ ছাড়িয়েছে।
Coronavirus_New_Logo.jpg
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জন ও সংক্রমণের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। যশোরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। পঞ্চগড়ে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা এক শ ছাড়িয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তির বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে স্বজনরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকায় হলেও চাকরি সূত্রে তিনি মানিকগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন।

ডা. আরশ্বাদ উল্লাহ আরও বলেন, ‘আজ শনিবার সকাল ৯টার দিকে জেলা সদর হাসপাতালে ৫০ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করেছেন জরুরি বিভাগের চিকিৎসক। তার বাড়ি সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা জানিয়েছেন, ‘সর্বশেষ ১৩৮টি নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী, আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৪০৪ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাত জনের বাড়ি, সিংগাইর উপজেলার পাঁচ জন, ঘিওর উপজেলার তিন জন ও মানিকগঞ্জ সদর উপজেলার দুই জন।’

কক্সবাজারে করোনায় রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু

কক্সবাজারের মহেশখালী উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় মহেশখালী পৌর এলাকায় লিডারশিপ হাই স্কুলে এই আইসোলেশন সেন্টারটি স্থাপন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘চকরিয়া ও রামু আইসোলেশন সেন্টার আর রোগী ভর্তি করা যাচ্ছে না। যে কারণে মহেশখালীতে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।’

যশোরে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত

যশোরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৩ জনের দাঁড়িয়েছে। আজ শনিবার দুপুরে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টার ল্যাব থেকে ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে চার জনের বাড়ি যশোর সদর উপজেলায়, অভয়নগরের চার জন, শার্শার দুই জন ও একজন ঝিকরগাছা উপজেলার বাসিন্দা।’

পঞ্চগড়ে ১০০ ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা এক শ ছাড়িয়েছে। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্ত দুই জনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলায় ও একজনের বাড়ি দেবীগঞ্জে। গত ৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। আজ সকাল পর্যন্ত পঞ্চগড় থেকে মোট এক হাজার ৮৪৩ জনের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে। তার মধ্যে এক হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Hats off to grassroots women torchbearers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

4h ago