নেপালের নতুন মানচিত্র: সংসদে সংবিধান সংশোধনের বিল পাস
তিনটি নতুন এলাকা অর্ন্তভূক্ত করে নেপালের মানচিত্রে পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের বিলে অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট।
এনডিটিভি জানায়, শনিবার দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সংসদে বিলটি পাস হয়। ২৭৫ আসনের নেপাল সংসদে বিলের পক্ষে ভোট পড়ে ২৫৮টি।
নেপালের সংশোধিত মানচিত্রে লিপুলেখ পাস, লিম্পিয়াধুরা ও কালাপানি নিজেদের বলে দাবি করে আসছে ভারত।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কালি নদীর উত্তর-পূর্ব এলাকা বিতর্কিত। লিপুলেখ পাস উত্তরাখন্ডের বলে দাবি ভারতের। আর লিম্পিয়াধুরা ও কালাপানি ১৯৬২ সাল থেকেই ভারতের সীমানার অংশ বলে বরাবর দাবি করেছে ভারত।
সংবিধান সংশোধনী বিলটি পাস করতে বিশেষ অধিবেশন ডাকে নেপাল সংসদ। এরপর এটি ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাঠানো হবে। সেখানে পাস হওয়ার পর নেপালের প্রেসিডেন্টের অনুমোদনে যাবে।
নেপালের নতুন মানচিত্রে অনুমোদন দিতে দেশটির সংসদে সংবিধান সংশোধনী বিল পাসের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রিভাস্তভা জানিয়েছেন, আঞ্চলিক পরিধি বাড়ানোর এই ধরনের দাবি গ্রহণ করবে না ভারত। এ বিষয়ে ভারতের অবস্থান ভালোভাবেই জানে নেপাল।
Comments