ফেরার ম্যাচে মেসির নতুন কীর্তি
স্প্যানিশ লা লিগায় ৯৮ দিন পর খেলতে নামা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লিওনেল মেসির জাদুতে তুলে নিয়েছে বড় জয়। দলকে নতুন করে দারুণ শুরু পাইয়ে দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠে ফেরার ম্যাচে গড়েছেন গোলের অনন্য এক কীর্তিও।
লা লিগার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২ মৌসুমে ২০ বা এর চেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখালেন ৩২ বছর বয়সী মেসি।
শনিবার রাতে রিয়াল মায়োর্কাকে তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকা স্পেনের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরে তারা পুনরায় যাত্রা শুরু করেছে চ্যাম্পিয়নদের মতো পারফরম্যান্স দেখিয়েই।
কাতালানদের অসাধারণ জয়ে মেসি গোল করেন একটি, সতীর্থদের দিয়ে করান দুটি। ম্যাচের যোগ করা সময়ে বদলি স্ট্রাইকার লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। চলমান ২০১৯-২০ মৌসুমের লিগে এটি তার ২০তম গোল।
এর আগে ম্যাচ শুরুর ৬৫ সেকেন্ডের মধ্যে আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় অতিথি বার্সেলোনা। এরপর ৩৭তম মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট ও ৭৯তম মিনিটে জর্দি আলবাকে দিয়ে গোল করান রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করা বার্সেলোনার অর্জন ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। ১৮ নম্বরে থাকা মায়োর্কার সংগ্রহ ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট।
Comments