আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
কুড়িগ্রাম ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের আক্কেলপুরে এই ঘটনা ঘটে। ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রেলের যাত্রীরা জানান, আক্কেলপুর স্টেশন অতিক্রমের আগে আউটার সিগনালের কাছে ইঞ্জিনে আগুন লাগে। চালক প্রায় চার শ যাত্রীসহ ট্রেনটিকে আক্কেলপুর স্টেশনের দুই নম্বর লাইনের দাঁড় করাতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। রেলের কর্মীদের সঙ্গে যৌথভাবে চেষ্টায় তারা আগুন নিভিয়ে ফেলেন।
আক্কেলপুরের স্টেশন মাস্টার খাতিজা বেগম জানান, লোকোমোটিভে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পার্বতীপুর থেকে অতিরিক্ত ইঞ্জিন এনে ট্রেনটি প্রায় তিন ঘণ্টা পর আবার ঢাকার উদ্দেশে রওনা হয়।
Comments