পিএসজি ছাড়ছেন সিলভা-কাভানি
গুঞ্জনটা আগেই ছিল। চলতি মৌসুমে শেষে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে যাচ্ছেন অধিনায়ক থিয়াগো সিলভা ও ফরোয়ার্ড এদিসন কাভানি। তবে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। অবশেষে তাদের বিদায়ের কথা নিশ্চিত করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। আগামী মৌসুমে তাদের আর দেখা যাবে না ফরাসি ক্লাবটিতে।
চলতি মৌসুমে শেষেই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কাভানি ও সিলভার। মৌসুম শেষেই এই দুইজন ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পেতে আগামী আগস্ট পর্যন্ত তাদের ধরে রাখার ইচ্ছার কথা জানিয়ে লিওনার্দো জার্নাল ডি ডিমাঙ্কেকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'থিয়াগো আর কাভানি? হ্যাঁ আমাদের চলার পথ শেষ হয়ে যাচ্ছে। আমাদের পরিকল্পনা আগস্ট পর্যন্ত ওদের রেখে দেওয়া। তবে সেটা কোন প্রক্রিয়ায় হবে তা আমরা এখনও নিশ্চিত নই।'
অনেকদিন থেকে আগে থেকেই ক্লাবের উপর নাখোশ ছিলেন কাভানি। ইনজুরি কাটিয়ে উঠেও সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না। তাই পিএসজি ছাড়ার জন্য মুখিয়ে ছিলেন। তার সতীর্থ আন্দের হেরেরা বিষয়টি গণমাধ্যমেও তুলে ধরেছিলেন। স্পেনে যাওয়ার ইচ্ছা তার। বিশেষকরে তাকে পেতে চাইছে অ্যাতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে সিলভা অবশ্য ক্লাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব তার চুক্তি নবায়ন করতে রাজি হয়নি।
তবে এমন সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল বলে জানান লিওনার্দো, 'এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল আমাদের জন্য। কারণ এই দুইজন আমাদের ক্লাবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। আর্থিক অবস্থা ও তরুণ খেলোয়াড়দের কথা ভেবে আমাদের যৌক্তিক সিদ্ধান্ত নিতে হয়েছে। সিদ্ধান্তটা হয়ত ভুলও হতে পারে। কিন্তু এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে কোনো সময়ই সঠিক সময় নয়।'
২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী কাভানি। ক্লাবটির হয়ে ৩০১টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২০০টি। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এ উরুগুইয়ান স্ট্রাইকার। অন্যদিকে, আরেক ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন সিলভা। আট বছরে ক্যারিয়ারে ক্লাবটির হয়ে জিতেছেন মোট ২১টি ঘরোয়া শিরোপা।
Comments