ইয়াবা সেবনের দায়ে ছাত্রলীগ নেতা কারাগারে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে (২৪) ইয়াবা সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক গ্রহণের সরঞ্জামসহ আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে আজ এই সাজা দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা। দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওয়াসিম চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ীর মতিউর রহমানের ছেলে।
ছাত্রলীগের কোম্পানীগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, মাকসুদুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপরাধের দায় সে নিজেই বহন করবে। এর দায় ছাত্রলীগ নেবে না।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুপ্রভাত চাকমা জানান, বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আজ আটক করে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, ইয়াবা সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। সে ছাত্রলীগ করে কি না জানা নেই।
Comments