ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতনে অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন করার মামলার আসামি ইউপি সদস্য জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন আজ সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাজিরহাট গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দুই শিশু নির্যাতনের মূল আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
এর আগে শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল মামলার আরেক আসামি জিয়াবুলকে পীরগঞ্জের সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কামাল হোসেন বলেন, ‘গত ২২ মে মোবাইল চুরির অপবাদ দিয়ে শালিসের নামে সুমন (১৩) ও করিমুল (১৬) নামের দুই শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন করে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামসহ তার সহযোগীরা। তারা ওই নির্যাতনের ভিডিও চিত্রও ধারণ করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘পরে তারা মোবাইল ফোনের দাম বাবদ পঞ্চাশ হাজার টাকা দাবি করে সুমনের মা শরিফা বেগমের কাছে। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাকেও নির্যাতন করা হয় এবং তিনদিন পর তার বাড়ি থেকে একটি গরু জোরপূর্বক ইউপি মেম্বারের লোকজন নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।’
এরপর, গত ৫ জুন ইউপি সদস্য জহিরুলসহ সাত জনকে আসামি করে শরিফা বেগম পীরগঞ্জ থানায় মামলা করেন।
Comments