দেশে করোনা রোগীর সংখ্যায় চতুর্থ কক্সবাজার

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যায় কক্সবাজার জেলা সারাদেশের মধ্যে এখন চতুর্থ স্থানে। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের পরই কক্সবাজারের অবস্থান। কক্সবাজার জেলা প্রশাসনের প্রকাশিত জেলার করোনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫১৫ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৫ জন এবং মারা গেছেন ২৫ জন।

কক্সবাজার জেলা শহরসহ সদর উপজেলা এখন করোনার হটস্পট হয়ে উঠেছে। এ উপজেলাতেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৯ জন। জেলার মোট আট উপজেলার মধ্যে অপর সাত উপজেলার চকরিয়ায় ২৪৯ জন, উখিয়ায় ২২৭ জন, রামুতে ১১৬ জন, টেকনাফে ১০১ জন, মহেশখালীতে ৫৪ জন এবং কুতুবদিয়ায় সাত জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আইইডিসিআর ফিল্ড ল্যাবে গতকাল রোববার পর্যন্ত ১১ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ল্যাবে কক্সবাজার জেলা, বান্দরবন জেলা, চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নমুনা পরীক্ষা করা হয়।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

11h ago